বাংলাদেশের খবর

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮

হাসপাতালে শিল্পী খালিদ হোসেন


গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে গতকাল সকালে তাকে পোস্ট অপারেটিভ সেন্টারে নেওয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে আ‌সিফ হো‌সেন।

তিনি জানান, গত ১২ এ‌প্রিল থে‌কে খালিদ হোসেনের অবস্থা খুবই খারাপ। ফুসফুস এবং হূদরোগের বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখানে প্র‌ফেসর ডা. আলী হো‌সে‌নের তত্ত্বাবধা‌নে রয়ে‌ছেন এ শিল্পী।

খালিদ হোসেন নজরুল সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক। পাঁচ দশক ধরে বাংলাদেশে নজরুলগীতির শিক্ষক, গবেষক ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করে যাচ্ছেন তিনি। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন তিনি। এ পর্যন্ত ছয়টি নজরুল গীতি এবং ১২টি ইসলামী গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। ‘চম্পা নদীর তীরে’ শিরোনামে একমাত্র আধুনিক গানের অ্যালবামও করেছিলেন তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১