বাংলাদেশের খবর

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮

লাংগকাই থেকে প্রার্থী মাহাথির


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আগামী সংসদ নির্বাচনে রিসোর্ট দ্বীপ লাংগকাই এলাকা থেকে নির্বাচন করবেন। দেশটির প্রধান বিরোধী জোট গত রোববার এই ঘোষণা দেয়। আগামী ৯ মে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিনহুয়া এ খবর জানিয়েছে।

৯১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিরোধী জোট পাকাতান হারাপান-এর নেতৃত্ব দিচ্ছেন। এই জোটটি বর্তমান ক্ষমতাসীন সরকারের জোট বারিসন ন্যাশনাল কোয়ালিশনের বিরুদ্ধে লড়াই করবে। বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর মাহাথিরবিরোধী জোটের সঙ্গে জড়িত হন।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) টানা পাঁচবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। টানা ২২ বছর পর ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। পরে তিনি দল থেকেও পদত্যাগ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১