বাংলাদেশের খবর

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮

গাজীপুর ও খুলনা সিটি

সিটি নির্বাচনে সেনা মোতায়েন নয় : হেলালুদ্দীন

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ফাইল ছবি


গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বন্ধে বিএনপির দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার দুপুরে ইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ‘আপাতত সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই।’

হেলালুদ্দীন বলেন,  ‘ইভিএমের মতো প্রযুক্তি আইনানুগভাবে ব্যহার করা হচ্ছে স্থানীয় নির্বাচনে। এরপরও এ নিয়ে আপত্তি থাকলে বিএনপিকে ইভিএম আবার দেখার জন্য অনুরোধ করা হয়েছে।’

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদকে প্রত্যাহারের দাবির ব্যাপারে হেলালুদ্দীন বলেন, ‘পুলিশ কর্মকর্তা এসপি হারুনকে প্রত্যাহারে দাবির বিষয়ে পরে কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব বলেন, ‘ভোটকেন্দ্রের নিরাপত্তা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, নিরপেক্ষ ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ, পর্যবেক্ষকদের নিরপেক্ষতাসহ অনেক সুপারিশ ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে বিএনপি প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয়েছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১