বাংলাদেশের খবর

আপডেট : ২০ এপ্রিল ২০১৮

খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করে লাভ নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছবি : সংগৃহীত


 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে আন্দোলন করে কোনো লাভ নেই।  তিনি আরও বলেন অভ্যুত্থান করার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। 

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একাদশ সংসদ নির্বাচনের আগে আর সংবিধান সংশোধন হবে না। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এসে আইনের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ খুশি।  তা না হলে খালেদা জিয়ার গ্রেপ্তারের পর লাখ লাখ জনতার ঢল নামার যে স্বপ্ন আপনারা দেখেছিলেন, সে স্বপ্ন তো অচিরেই কর্পূরের মতো উবে গেল।’ তিনি বলেন, ‘দণ্ড দিয়েছে আদালত, মুক্তি দিতে পারে আদালত। আইনি লড়াই করুন, রাজপথে এসে লাভ নেই। এটা ব্যর্থ।  নয় বছরে পারেননি, আর ছয় মাসে কী করবেন।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১