বাংলাদেশের খবর

আপডেট : ২২ এপ্রিল ২০১৮

২৫০ বছর পর লাভা উদগিরণ


জাপানের একটি সুপ্ত আগ্নেয়গিরি থেকে আড়াইশ’ বছর পর লাভা উদগিরণ শুরু হয়েছে। অগ্ন্যুৎপাতের কারণে দেশটির পূর্বাঞ্চলীয় কিউশু অঞ্চলে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসি।

উদগিরণের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে আগ্নেয়গিরির লাভা দুই কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। ১৭৬৮ সালে এই আগ্নেয়গিরিতে সর্বশেষ লাভা উদগিরণ হয়। এ ছাড়াও বৃহস্পতিবার হাওয়াইয়ের কিলাউয়ে অঞ্চলের একটি জীবন্ত আগ্নেয়গিরির লাভা উদগিরণ শুরু হয়। এতে আশপাশের অঞ্চলগুলোয় কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১