বাংলাদেশের খবর

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮

রানি এলিজাবেথের ৯২তম জন্মদিন পালন


জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ৯২তম জন্মদিন। ৬৪ বছর ধরে তিনি ব্রিটেনের রানি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সময় শনিবার লন্ডনের আলবার্ট হলে বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজপরিবারের সদস্যসহ ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর ডেইলি মেইল।

কমনওয়েলথ সম্মেলনে যোগদানকারী নেতারাও রানির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন। বাকিংহাম প্যালেসে আইরিশ গার্ড ব্যান্ডদলের গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দুপুরে লন্ডনের হাইড পার্ক, উইন্ডসর গ্রেট পার্ক ও টাওয়ার অব লন্ডনে গার্ড অব অনার দেয় ব্রিটিশ রাজকীয় সেনাবাহিনী। এ ছাড়াও রয়্যাল আলবার্ট হলে কনসার্টে অংশ নেন কমনওয়েলথ দেশগুলোর বিখ্যাত শিল্পীরা।

১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন এলিজাবেথ। ১৯৪৭ সালে প্রিন্স ফিলিপ মাউন্টব্যাটনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৫২ সালে বাবার মৃত্যুর পর মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন রানি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১