বাংলাদেশের খবর

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮

শেষ হচ্ছে বিড়ম্বনা


বিশেষ দিনে কক্সবাজার ঘুরতে গেল দুই বন্ধু। রুম না পেয়ে করিডরে থাকার প্ল্যান করে তারা। তাদের সঙ্গে যোগ দেয় অপরিচিত কয়েকটি মেয়েও। এদের সঙ্গে দুই বন্ধুর বাসেই দেখা হয়েছিল। এক পর্যায়ে প্রেম হয় তাদের মধ্যে। পরে মেয়ের গ্রামের বাড়িতে পৌঁছে দিতে গেলে লোকজন তাদের বিয়ে পড়িয়ে দেয়। তারপর শুরু হয় নানা বিড়ম্বনা।

এমন গল্পেই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বিড়ম্বনা’। রচনা ও পরিচালনা করেছেন এ জাবির। আজ শেষ হচ্ছে নাটকটি। রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে এটির শেষ পর্ব।

ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অপূর্ব, মম, মীর সাব্বির, নাদিয়া, আবুল হায়াত, মনিরা মিঠু, বড়দা মিঠু, চিত্রলেখা গুহ, আমিরুল হক চৌধুরী, কাজী রাজু প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১