বাংলাদেশের খবর

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮

আইসিইউতে সিনিয়র বুশ


রক্তের সংক্রমণ রোগে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশকে (সিনিয়র বুশ) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। জর্জ বুশের পরিবারের এক সদস্য ও মুখপাত্র জিম ম্যাকগ্রেথ টেলিগ্রাফকে জানিয়েছেন, রক্তে সংক্রমণের কারণে গত সোমবার সকালে বুশকে হাসটন মেথডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

৯৩ বছর বয়সী বুশ গেল সপ্তাহে তার স্ত্রী বারবারা বুশকে হারিয়েছেন। গত রোববার তার শেষকৃত্য সম্পন্ন হয়। এরপরই অসুস্থ হয়ে পড়েন সিনিয়র বুশ। পাঁচ বছর ধরে হুইল চেয়ারে জীবন কাটছে জর্জ বুশের। তিনি দীর্ঘদিন ধরে ভাসকুলার পারকিনসোনিম রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্তদের প্রথমে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ধীরে ধীর হাত-পা অসাড় হয়ে যায়। একই সঙ্গে তার স্মৃতিশক্তি লোপ পায়। জর্জ হার্বার্ট ওয়াকার বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১