বাংলাদেশের খবর

আপডেট : ২৬ এপ্রিল ২০১৮

অদম্য স্ট্রাইকার সালাহ

লিভারপুলে অনন্য মোহাম্মদ সালাহ ফাইল ছবি


চেলসিতে ঠাঁই হয়নি। ধারে খেলেন ফিওরেন্টিনার হয়ে। তারপর যান রোমাতে। সেখানেও স্থায়ী হতে পারেননি। মোহাম্মদ সালাহকে বিক্রি করে দেয় লিভারপুলের কাছে। ক্লাবটিতে এসে পুরো বদলে গেছেন তিনি। একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন। রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছেন। তুলনা করা হয় মেসি-রোনালদোদের সঙ্গে। ধারণা করা হয়, দীর্ঘ এক দশক পর তাদেরকে পেছনে ফেলে এবার ব্যালন ডি’অরটা হয়তো সালাহর হাতে উঠবে।

মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে সাবেক ক্লাবের বিপক্ষে যেন প্রতিশোধ নিতে মাঠে নামেন মোহাম্মদ সালাহ। তার পারফরম্যান্সে তছনছ হয়ে যায় রোমা। মিসরীয় তারকা নিজে করেন দুটি গোল। সতীর্থদেরকে দিয়ে করান আরো দুটি গোল। তার দল এগিয়ে যায় ৫-০ গোলে। যদিও তার মাঠ ছাড়ার পর রোমা দুটি গোল শোধ করে। তবুও ৫-২ গোলে জয় পায় লিভারপুল।

এদিন জাড়া গোল করার সুবাদে চলতি মৌসুমে রোনালদোকে (৪২) টপকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ভেতর সর্বোচ্চ ৪৩ গোলের মালিক এখন তিনি। চ্যাম্পিয়নস লিগের বর্তমান মৌসুমে করেছেন ১০ গোল, যা এই টুর্নামেন্টে কোনো লিভারপুল ফুটবলারের সর্বোচ্চ গোল। চ্যাম্পিয়নস লিগ ফুটবল ইতিহাসের সেমিফাইনালে এর আগে কখনো এক ম্যাচে ২ গোল এবং ২ অ্যাসিস্ট করতে পারেননি কোনো ফুটবলার। নতুন এই ইতিহাস ঘরের মাঠ অ্যানফিল্ডেই গড়লেন সালাহ। তাছাড়া সালাহর সামনে এখন হাতছানি দিচ্ছে লিভারপুলের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড। ইয়ান রাশ ৪৭ গোল করেছিলেন। সালাহ তার ৪ গোল পেছনেই অবস্থান করছেন।

রোমাকে হারানোর দিনে আরো কিছু রেকর্ডের সাক্ষী হয় ফুটবলবিশ্ব। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে কম ১১টি ম্যাচ খেলে ১০ গোল করার রেকর্ড গড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনো। তাছাড়া মেসি-নেইমারের পর দ্বিতীয় জুটি হিসেবে সালাহ-ফিরমিনো এক মৌসুমে দশ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখালেন।

২৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আবারো দেখা গেল সাত গোলের এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচ। ১৯৯৫ সালে সবশেষ আয়াক্স ৫-২ গোলে হারিয়েছিল বায়ার্ন মিউনিখকে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে পঞ্চমবার সাত বা তার বেশি গোলের সেমিফাইনাল ম্যাচ দেখল ফুটবলবিশ্ব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১