বাংলাদেশের খবর

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮

‘মেহেরপুরে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে’

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ফাইল ফটো


নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মেহেরপুরে স্থলবন্দর নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘মেহেরপুরে স্থলবন্দর নির্মাণের লক্ষ্যে সমীক্ষা চলছে। ইতিবাচক প্রতিবেদন পেলেই আমরা স্থলবন্দরের কার্যক্রম শুরু করতে পারব।’

‘শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’ জেলা শাখার উদ্যোগে মেহেরপুরের স্থানীয় শহীদ ড. সামসুজ্জোহা পার্কে এর জনসভার আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী জানান, মেহেরপুরে একটি স্থলবন্দর নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে, যাতে এলাকার ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, ‘স্থলবন্দরের মাধ্যমে দুই দেশের মানুষ যাতায়াত করবে। ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এই এলাকা।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১