বাংলাদেশের খবর

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮

সাকিবদের জয়

জয়ের পর সানরাইজার্স হায়দ্রাবাদ দলের উল্লাস ছবি : ইন্টারনেট


আইপিএলে এবারের মৌসুমে নিজেদের অষ্টম ম্যাচে ষষ্ঠ জয় নিশ্চিত করেছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। রোববার জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে রাজাস্থান রয়্যালসকে ১১ রানে হারায় তারা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে সাকিবরা। বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। প্রথম বলে চার দিয়ে রানের খাতা খোলেন। তবে ছয় বলে মাত্র ৬ রান সংগ্রহ করতেই আর্চারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
সানরাইজার্স উদ্বোধনী জুটিতে মাত্র ১৭ রান সংগ্রহ করলেও দ্বিতীয় উইকেটে করে ১০৮ রান। ৩৯ বলে ৪৫ রান করে অ্যালেক্স হ্যালেস ক্যাচ আউট হলে এই জুটি ভেঙে যায়। দলীয় অধিনায়ক কেন উইলিয়ামসন দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। ৪৩ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৩ রান করেন তিনি। আর কেউ বড় স্কোর করতে পারেনি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫১ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪০ রানের বেশি করতে পারেনি রাজাস্থান। অধিনায়ক আজিঙ্কায় রাহানে ৫৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। ওয়ানডাউনে মাঠে নামা স্যামসন করেন ৪০ রান। দলের অন্যরা ব্যাট হাতে ভালো স্কোর করতে পারেনি।
সাকিব বল হাতে কোনো উইকেট পাননি। তবে ৪ ওভারে দেন ৩০ রান। কাউল ৪ ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১