বাংলাদেশের খবর

আপডেট : ০২ মে ২০১৮

লিনের ব্যাটিংএ উচ্ছ্বসিত শাহরুখ

আরসিবি-র বিরুদ্ধে লিনের অনবদ্য ইনিংস ছবি: ইন্টারনেট


২০১৭ সালে আইপিএলে ‘লিনসানিট’ নামক ব্যাটিং ঝড় শুরু হয়েছিলো সারা সোশ্যাল মিডিয়াতে সেই ঝড় হটাত তার আঘাত জনিত কারনে অল্পতেই থেমে যায় শেই ঝড়।

এবছর আবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ফিরে এলেন সিই লিন। কিন্তু এবছর সেইরকম আগ্রাসি ব্যাটিং না হলেও তার ব্যাটে রান রয়েছে মোটামুটি। রয়েল চ্যালেঞ্জার্স এর বিরুদ্ধে হাফসেঞ্চুরিও করেন তিনি এবং ম্যাচের সেরা ক্রিকেটারের খেতাবও নিয়ে নেন তিনি।

আরসিবি-কে হারানোর পর রবিন উথাপ্পাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যে ধরণের ইনিংস খেলি সেই রকম খেলতে পারিনি। তবে লড়াই করে রান পাওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে। অপরাজিত থেকে ম্যাচ শেষ করতে পেরেছি বলে ভাল লাগছে। আত্মবিশ্বাসও বাড়ছে ’। তিনি আরো বলেন শাহরখ খানকেও তার অনেক ভালো লেগেছে।

বিরাট কোহালির দল আরসিবি-কে হারানোর পরে শাহরুখ টুইট করেন, ‘দলগত প্রচেষ্টার ফল। লিনকে রান পেতে দেখে ভাল লাগল। অভিনন্দন দীনেশ, একই দল ধরে রেখেছ। রব্বি (উথাপ্পা), রাসেলও দুর্দান্ত।’

আরসিবিকে হারানোর পরে আইপিএলর এই আসরে এখন চার নম্বরে আছে কেকেআর। এই জয়ের পিছনে আন্দ্রে রাসেলের অবদানওে কমনয়। এক ওভারে আরসিবি-র দুই উইকেট তুলেনেন তিনি।
রাসেলের জন্মদিন ছিলো ঐদিন। জয়ের পর হোটেলে ফিরে এসেই সতীর্থরা কেক মাখিয়ে দেন ক্যারিবিয়ান এ অলরাউনন্ডারের মুখে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১