বাংলাদেশের খবর

আপডেট : ০৩ মে ২০১৮

নব্য জেএমবির ৭ সদস্য গ্রেফতার


রাজধানীর আদাবর ও ভাষানটেক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির ৭ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন বই, মোবাইল ফোনসেট ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন সৈয়দ সাদমান চৌধুরী (২৬), মতিউর রহমান ওরফে আবু সুমাইয়া (৪৩), আশিকুর রহমান (৩২), আজিমুল হক ওরফে জিয়ন (৩১), মো. সাব্বির আহমেদ (৩৪), আবদুর রহিম শিকদার (৪২) ও মো. কামাল হোসেন (৪০)।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গত ৩০ এপ্রিল বিকালে সাদমান চৌধুরীকে আদাবরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে ইসলামের অপব্যাখ্যা সংবলিত বিভিন্ন ধরনের বই, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ভাষানটেকের একটি মাদরাসা থেকে আরো ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাযহাব সম্পর্কিত উসকানিমূলক কিছু বই পাওয়া যায়।’

তিনি আরো জানান, গ্রেফতাররা উগ্রবাদী জঙ্গি সংগঠন জেএমবির প্রাথমিক স্তর জামাতুল মুসলেমিন-এর পর্যায়ভুক্ত সদস্য। তারা অল্পবয়স্ক শিক্ষার্থীদের ইসলামের বিভিন্ন ধরনের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদের ধারণা দেয়। বিভিন্ন জঙ্গি সংগঠনে যোগদান এবং জিহাদি কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। গ্রেফতারদের বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১