বাংলাদেশের খবর

আপডেট : ০৫ মে ২০১৮

‘নারীদেহ পুরুষের খেলনা না’


যৌন বাসনা চরিতার্থ করার জন্য কোনো নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করাকে অপরাধ বললেন মধ্যপ্রদেশ হাইকোর্ট। প্রেমিকার ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে পাল্টা মামলা করলে বিচারপতি সুশীল কুমার পালো তা খারিজ করে দিয়ে বলেন, নারীর শরীর পুরুষের খেলার সামগ্রী নয়। টাইমস অব ইন্ডিয়ার খবর।

এক সপ্তাহ আগে আরো একটি মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়েছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করার পর যদি কোনো ব্যক্তি তা ভাঙেন, তাহলে পুলিশ তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করতে পারে। বিয়েতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া কোনো মেয়ের সহবাসকে ‘ফ্রি কনসেন্ট’ বলে ধরা হবে না।

জানা যায়, পভাপালের বাসিন্দা রাজীব শর্মা ফেসবুকে এক নাচের শিক্ষিকার সঙ্গে পরিচয়ের কিছুদিন পর রাজীব তাকে বিয়ের প্রস্তাব দেন। এতে ওই নারী রাজিও হয়। এরপরই রাজিবের অনুরোধে দু’জন যৌন সম্পর্ক করেন। তবে কয়েক বছর পর রাজীব তাকে বিয়ে করতে না চাইলে অশোক গার্ডেন পুলিশ স্টেশনে ধর্ষণের অভিযোগ করে এফআইআর দায়ের করেন ওই নারী। 

বিচারপতি সুশীল কুমার পালো এদিন সুপ্রিম কোর্টের একটি রায়ের উদাহরণ দিয়ে বলেন, যৌন বাসনা চরিতার্থ করার জন্য কোনো নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা অপরাধ। এর জন্য অপরাধীর যথাযথ শাস্তি হওয়াই বাঞ্ছনীয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১