বাংলাদেশের খবর

আপডেট : ০৫ মে ২০১৮

খালেদা জিয়ার সঙ্গে ৫ আইনজীবীর সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংরক্ষিত ছবি


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করছেন খন্দকার মাহবুব হোসেনসহ পাঁচ আইনজীবী। বিকেল ৪টার দিকে পাঁচ আইনজীবী পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যান।

প্রতিনিধিদলের মধ্যে বাকিরা হলেন অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর তারা সাংবাদিকদের জানান, খালেদা জিয়া খুব অসুস্থ, আশা করছি ৮ মে তিনি জামিন পাবেন। বিকেল ৩টার দিকে আইনজীবীরা কারাগারের সামনে আসেন। বিকেল ৪টা দিকে কারাগারে ভেতরে ঢোকার অনুমতি পান।

গেলো ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১