বাংলাদেশের খবর

আপডেট : ০৬ মে ২০১৮

কাশ্মিরে সেনা অভিযানে নিহত ৩


ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরে সেনা অভিযানে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন স্বাধীনতাকামী ও এক বেসামরিক নাগরিক রয়েছেন বলে কর্মকর্তারা জানান। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

শ্রীনগরের তাবেলা ছাত্তাবালের একটি বাড়িতে স্বাধীনতাকামীরা আত্মগোপন করেছে এমন খবরের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী সেখানে তল্লাশি অভিযান চালায়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে সেখানে গুলি চালালে আরো এক বেসামরিক নাগরিক নিহত হন।

পুলিশ জানায়, বন্দুকযুদ্ধে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) তিন সদস্য আহত হয়েছেন। রাজ্য পুলিশপ্রধান এসপি বেদ বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিন স্বাধীনতাকামীর মৃতদেহ উদ্ধার করা হয়। ছাত্তাবালের সেনা অভিযান শেষ হয়েছে। নিহত জঙ্গিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তবে অভিযানস্থল ও সংলগ্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষে কয়েকজন আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন মারা যান। যদিও পুলিশ দাবি করেছে, আদিল আহমদ ইয়াদুদ নামে ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরে মারা যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১