বাংলাদেশের খবর

আপডেট : ০৬ মে ২০১৮

নির্বাচনে দুই দলকে লাল কার্ড দেখাবে জনগণ -জাপা মহাসচিব

জাতিয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি সংরক্ষিত ছবি


আওয়ামী লীগ ও বিএনপিকে সাধারণ মানুষ অন্তর থেকে প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনে সন্ত্রাস আর নৈরাজ্য সৃষ্টিকারী এ দুটি দলকে লাল কার্ড দেখিয়ে সাধারণ মানুষ জাতীয় পার্টির লাঙ্গলে ভোট দেবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। শনিবার রাজধানীর মিরপুর ১০ নম্বর কমিউনিটি সেন্টারে দারুস সালাম থানা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, আগামী নির্বাচনে বিজয় রথে ফিরে ইতিহাস সৃষ্টি করবে জাতীয় পার্টি। প্রমাণ করবে, সাধারণ মানুষের আশা আর ভালোবাসার প্রতীক হচ্ছে জাতীয় পার্টি। মো. হামিদ হাসানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতি, সাধারণ সম্পাদ শফিকুল ইসলাম সেন্টু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ। সম্মেলন শেষে হামিদ হাসানকে সভাপতি ও আলমাস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে দারুস সালাম থানা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১