বাংলাদেশের খবর

আপডেট : ০৬ মে ২০১৮

মতিঝিলে এনসিসি ব্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার


রাজধানীর মতিঝিলে এনসিসি ব্যাংকের প্রধান শাখা থেকে মহিবুল্লাহ ওরফে বাবু (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। বেসরকারি ব্যাংকটিতে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে ওয়াটার পাম্প অপারেটর হিসেবে কাজ করতেন বাবু। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী বলেন, মতিঝিলের এনসিসি ব্যাংকের বেজমেন্ট থ্রি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সকালের কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত মহিবুল্লাহর ডিউটি ছিল। তবে তিনি কী কারণে আত্মহত্যা করতে পারেন, তা নিশ্চিত করতে পারেননি গোলাম রব্বানী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। মহিবুল্লাহর চাচা এমএ হোসেন জানান, ‘মহিবুল্লাহ এনসিসি ব্যাংকে থার্ড-পার্টি হিসেবে কাজ করতেন। তিনি কিছুদিন আগে বিএসসি পাস করেন। ব্যাংক ছুটির দিনে এ ঘটনা ঘটেছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রেমঘটিত বিষয় থেকেও এটি ঘটতে পারে। জানা যায়, নিহত যুবকের বাড়ি চাঁদপুরে। পুলিশ জানায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ব্যাংকের কর্মীরাও শনিবার কর্মস্থলে যাননি। ফলে তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য মেলেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১