বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মে ২০১৮

মম চিত্তে নিতি নৃত্যে


রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে ‘দুরন্ত টেলিভিশন’। আজ বিকাল ৫টায় প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার।

বিশেষ এ নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিচালনা করেছেন অমিত চৌধুরী। এতে নৃত্য পরিবেশন করবেন—রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রূপ, আনুভা চৌধুরী, মধুরিমা রায়সহ নৃত্য সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পীরা।

অনুষ্ঠানটি সম্পর্কে পরিচালক পার্থ প্রতিম হালদার বলেন, ‘বিশেষ দিবসে ভিন্ন আয়োজনের চেষ্টা করে থাকি আমরা। সে ধারাবাহিকতায় এ নৃত্যানুষ্ঠানটি করা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গানের নৃত্য নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বিশ্বকবির জন্মবার্ষিকীতে এ অনুষ্ঠানটি দর্শকের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।’

৮ মে বিকাল ৫টায় পুনঃপ্রচার হবে অনুষ্ঠানটি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১