বাংলাদেশের খবর

আপডেট : ০৯ মে ২০১৮

কাশ্মিরে পাথরের আঘাতে পর্যটক নিহত


ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে চেন্নাইয়ের এক পর্যটক নিহত হয়েছেন। নিহত আর থিরুমানি (২২) মা-বাবার সঙ্গে কাশ্মিরের জনপ্রিয় স্কি পর্যটন এলাকা গুলমার্গ যাচ্ছিলেন। স্থানীয় সময় সোমবার বেলা ১১টার দিকে তাদের গাড়ি শ্রীনগরের কাছাকাছি নারবালে পৌঁছালে তারা বিক্ষোভকারীদের কবলে পড়েন। খবর এনডিটিভি।

বিক্ষোভকারীদের ছোড়া পাথর থিরুমানির মাথায় এসে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত শ্রীনগরের হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। কাশ্মিরে এই প্রথম পাথরের আঘাতে কোনো পর্যটকের মৃত্যু হলো। এ ছাড়া পাথরের আঘাতে এক তরুণীও আহত হন।

এ বিষয়ে কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ নৈমিত্তিক ঘটনা। কিন্তু সেখানে পর্যটকদের আক্রমণ করা হয় না। গত কয়েক সপ্তাহের মধ্যে সেখানে দুইবার এমন ঘটনা ঘটল। এক সপ্তাহ আগে সেখানে একটি স্কুলবাস লক্ষ্য করে পাথর ছোড়া হলে কয়েকজন ছাত্র আহত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১