বাংলাদেশের খবর

আপডেট : ১২ মে ২০১৮

আমরাও এখন স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এবং বাঙালি জাতির জন্য এটি আনন্দ ও গৌরবের দিন। দেশের অব্যাহত অগ্রযাত্রার ধারাবাহিকতায় আজ যোগ হয়েছে নতুন এক মাইলফলক। ‘বঙ্গবন্ধু-১’ সফলভাবে উৎক্ষেপণের মধ্য দিয়ে আমরা আজ মহাকাশে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি।

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে যাত্রা শুরুর পরপরই প্রধানমন্ত্রীর ধারণ করা এ বক্তব্য সম্প্রচার করে যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান অ্যারোস্পেস প্রতিষ্ঠান স্পেসএক্স এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্প। বক্তব্যে তিনি বলেন, আজকের এ গৌরবময় মুহূর্তে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। তিনি ২৪ বছরের রাজনৈতিক সংগ্রামে জেল-জুলুম অগ্রাহ্য করে আমাদের উপহার দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। তিনি উপলব্ধি করেছিলেন বহির্বিশ্বের সঙ্গে অব্যাহত যোগাযোগ রক্ষা করা সম্ভব না হলে অগ্রগতি ও প্রগতির পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। এ জন্য স্বাধীনতার মাত্র তিন বছরের মধ্যে তিনি রাঙামাটির বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। এতে বহির্বিশ্বের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়।

মুক্তিযুদ্ধের মহান শহীদদেরও স্মরণ করেন বঙ্গবন্ধুকন্যা। ধন্যবাদ জানান এ স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে জড়িত সবাইকে।  তিনি আরো বলেন, আজ আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আরেক ধাপ এগিয়ে গেছি। আজ থেকে আমরাও স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য। প্রবেশ করলাম এক নতুন যুগে। জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা দোয়া করবেন। আমরা যাতে এ স্যাটেলাইট দিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারি। মহান আল্লাহতায়ালা আমাদের সহায় হোন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১