বাংলাদেশের খবর

আপডেট : ১২ মে ২০১৮

পদ্মা সেতুতে বসছে চতুর্থ স্প্যান

পদ্মা সেতুর চতুর্থ স্প্যানটি স্থাপন হবে এ সপ্তাহে সংগৃহীত ছবি


একটু একটু করে এগিয়ে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর কাজ। চতুর্থ স্প্যানটি পদ্মা সেতুর দিকে রওনা হয়েছে সকাল ৯ টায়। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে যাত্রা শুরু করে চর্তুথ স্প্যান। এই স্পেনটির দৈর্ঘ্য ১৫০ মিটার এবং ওজন তনি হাজার ১৪০ টন।

৪০ ও ৪১ নম্বর পিলার প্রস্তত রয়েছে চতুর্থ স্প্যান বসানোর জন্য। বৈরী আবহাওয়া, পদ্মার তীব্র ঢেউ, চ্যানেলে পাইলিংয়ের কাজের কারণে স্প্যান রওয়ানা হতে বিলম্ব হয়েছে। স্প্যান বহনকারী তিয়ান ই ভাসমান ক্রেনটি মাওয়া থেকে জাজিরা প্রান্তে পৌঁছাতে দু্ই থেকে তিন দিন সময় লাগবে। চতুর্থ স্প্যানটি স্থাপন করা হলে পদ্মা সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হবে। প্রতিটি স্প্যান দেড়শ মিটার। এরই মধ্যে জাজিরা প্রান্তে তিনটি স্প্যান যুক্ত হওয়ায় পদ্মা সেতুর সাড়ে ৪০০ মিটার দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু।

পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক ১৫ কিলোমিটার। সেতুর ভিতর দিয়ে চলবে ট্রেন আর উপর দিয়ে হবে সড়কপথ। সেতুর নির্মাণ শেষ হলে দেশের দক্ষিণাঞ্চলের ২২ জেলার সঙ্গে সড়ক ও রেলপথে সরাসরি যুক্ত হবে রাজধানী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১