বাংলাদেশের খবর

আপডেট : ১৪ মে ২০১৮

চট্টগ্রামে ইফতার সামগ্রী আনতে গিয়ে প্রাণ হারালেন ১০ জন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইফতারসামগ্রী নিতে গিয়ে পদদলীত হয়ে ১০ জনের মৃত্যু সংগৃহীত ছবি


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইফতারসামগ্রী নিতে গিয়ে পদদলীত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।নিহতদের অধিকাংশই নারী। সোমবার দুপুরে স্থানীয় নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। 

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে বলে জানাগেছে।

নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার বলেন, দুপুরের আগে আগে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাতিয়াডাঙ্গায় মাদ্রাসা মাঠে কেএসআরএম কারখানার মালিকপক্ষ প্রতি বছর রোজার আগে স্থানীয় দুস্থতের মধ্যে ইফতারি তৈরির বিভিন্ন সামগ্রী বিতরণ করে। এরই ধারাবাহিকতায় ওই মাদ্রাসার মাঠে ইফতার সমাগ্রী নিতে সকাল থেকে প্রায় ২০ হাজারের মতো মানুষ জড়ো হন। অতিরিক্ত ভিড়ের মধ্যে গরম আর চাপাচাপিতে মৃত্যুর এ ঘটনা ঘটেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১