বাংলাদেশের খবর

আপডেট : ১৬ মে ২০১৮

নতুন ভোরের ঘোষণা আনোয়ার ইব্রাহিমের

পিপলস জাস্টিস পার্টির শীর্ষ নেতা আনোয়ার ইব্রাহিম ইন্টারনেট


মালয়েশিয়ায় রাজা পঞ্চম সুলতান মুহাম্মদের ক্ষমায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন দেশটির পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) শীর্ষ নেতা আনোয়ার ইব্রাহিম। মুক্তির পর দেশটিতে নতুন ভোরের ঘোষণা দিয়েছেন তিনি। গত সপ্তাহের জাতীয় নির্বাচনে ছয় দশক দেশ শাসন করা বারিসান ন্যাশনাল দলের ভরাডুবির পর দেশটির শাসন ক্ষমতায় আসেন মাহাথির মোহাম্মদ। এরই প্রেক্ষাপটে ৭০ বছর বয়সী আনোয়ার বুধবার কারাগার থেকে মুক্তি পান।

সমকামিতার অভিযোগে দণ্ড ভোগ করা আনোয়ার অনেক দিন ধরেই কাঁধের আঘাতের চিকিৎসা নিতে পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি ছিলেন। মুক্তি পাওয়ার পর হাসপাতাল থেকে হেঁটে বের হয়ে আসেন তিনি। এ সময় তাকে ঘিরে ছিলেন পরিবারের সদস্যরা, আইনজীবী ও কারারক্ষীরা। এএফপি জানায়, মুক্তির পর আনোয়ার ইব্রাহিম দেশটিতে সার্বিক সংস্কারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১