বাংলাদেশের খবর

আপডেট : ১৭ মে ২০১৮

অসুস্থ আহমেদ ইমতিয়াজ বুলবুল

সঙ্গীত পরিচালক ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সংরক্ষিত ছবি


বাংলা গানের নন্দিত সঙ্গীত পরিচালক ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। ২০১২ সালে সরকারের নির্দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়েছিলেন তিনি। সাহসিকতার সঙ্গে সাক্ষ্য-প্রমাণ দিয়েছেন ১৯৭১ সালে ঘটে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলখানার গণহত্যার ইতিহাস। সেই সাক্ষ্য দেওয়ার জেরে ছোট ভাইকে হারিয়েছেন তিনি। পাশাপাশি ছয় বছর ধরে গৃহবন্দি রয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এরই মধ্যে নিজের অসুস্থতার খবর দিলেন নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে।

তিনি লিখেছেন, ‘একটি ঘরে ৬ বছর গৃহবন্দি থাকতে থাকতে আমি আজ উল্লেখযোগ্যভাবে অসুস্থ। আমার হার্টে ৮টা ব্লক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি ছাড়া এর চিকিৎসা সম্ভব না। আগামী ১০ দিনের মধ্যে আমি আমার হার্টের সার্জারি করাতে প্রস্তুত রয়েছি।’

রাষ্ট্রের কাছে ছোটভাই হত্যার বিচার চেয়েও পাননি। উল্টো হারিয়েছেন স্বাভাবিক জীবনযাপনের আনন্দ। জানা গেছে, পুলিশি পাহারায় দিন কাটে তার। সম্প্রতি অনেকটা গোপনেই ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে চার দিন ভর্তি ছিলেন তিনি।

অপারেশনের আগে ১০ সেকেন্ডের জন্য বুকের মাঝে বাংলাদেশের পতাকা এবং কোরআন শরিফ রাখতে চাই উল্লেখ করে তিনি স্ট্যাটাসে আরো লিখেছেন, ‘কোনো সরকারি সাহায্য বা শিল্পী, বন্ধুবান্ধবের সাহায্য আমার দরকার নাই। আমি একাই যথেষ্ট। তোমরা আমার জন্য শুধু দোয়া করবে। কোনো ভয় নাই।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১