বাংলাদেশের খবর

আপডেট : ২০ মে ২০১৮

শাওমি স্মার্টফোনে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টারনেট


চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অর্থাৎ ডিসপ্লের নিচেই থাকবে সেন্সরটি। সম্প্রতি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এমআই ৮ নিয়ে একটি ভিডিও টিজার প্রকাশিত হয়েছে। এ ভিডিওতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারের আভাস পাওয়া গেছে।

গত বছর এ সিরিজের এমআই ৬ মডেলের স্মার্টফোন বাজারে এনেছিল শাওমি। গুজব রয়েছে যে এমআই ৭ না এনে শাওমি আনতে যাচ্ছে এমআই ৮।

স্মার্টফোনটির অন্যান্য সম্ভাব্য ফিচারের মধ্যে আছে থ্রিডি ফেসিয়াল রিকগনিশন আনলক, স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৮ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট বিল্ট ইন স্টোরেজ ক্যাপাসিটি। এ ছাড়া চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিও ব্যবহার করা হতে পারে স্মার্টফোনটিতে। থাকতে পারে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিও।

এখন পর্যন্ত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারের বিষয়টি একেবারেই নতুন বলা যায়। এর আগে ভিভো এক্স২০ এবং হুয়াওয়ে পোরশে ডিজাইন মেট আরএস স্মার্টফোন দুটিতেই কেবল এ ফিচারটি দেখা গিয়েছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১