বাংলাদেশের খবর

আপডেট : ২১ মে ২০১৮

কলকাতায় গাইবেন সুস্মিতা আনিস

সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস সংরক্ষিত ছবি


আধুনিক ও নজরুল সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস। নজরুল সঙ্গীত দিয়েই জীবনের প্রথম পুরস্কারটা পেয়েছিলেন ‘নতুন কুঁড়ি’ থেকে। আসছে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এই শিল্পী কলকাতার চারটি টিভি চ্যানেলে হাজির হতে যাচ্ছেন নজরুলের বাণী ও দর্শন নিয়ে।

২৬ মে কলকাতার সিটিভিএন টিভির ‘দুখু মিয়া’ অনুষ্ঠানের মাধ্যমে সুস্মিতার কলকাতা সফর শুরু হবে। ঠিক পরদিনই ২৭ মে আরপ্লাসে ‘গুড মর্নিং বাংলা’ অনুষ্ঠানে নজরুলের গান গাইবেন তিনি। ২৯ মে ‘আজি প্রভাতে’ নামের অনুষ্ঠানে তাকে গাইতে দেখা যাবে রূপসী বাংলা টিভিতে। ৩০ মে তারা টিভির ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে থাকবেন তিনি। এ ছাড়া কলকাতার রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানেও নজরুল সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে তার।

কলকাতাভিত্তিক রাগা মিউজিক ১৯৯৮ সালে সুস্মিতা আনিসের আধুনিক বাংলা গানের প্রথম অ্যালবাম প্রকাশ করে। গানগুলো সুর করেছেন কমল দাসগুপ্ত আর নির্দেশনায় ছিলেন ফিরোজা বেগম। ২০০৬-এর গ্রীষ্মে এইচএমভি কলকাতা তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামেরও নির্দেশনায় ছিলেন ফিরোজা বেগম। ২০০৭ সালে তার তৃতীয় অ্যালবাম প্রকাশ হয়। আধুনিক বাংলা গানের এই অ্যালবামের নির্দেশনায় ছিলেন ফিরোজা বেগম। ২০০৮ সালে তার সমকালীন বাংলা গানের অ্যালবাম প্রকাশ হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১