বাংলাদেশের খবর

আপডেট : ২১ মে ২০১৮

বাস আটকে প্রতিবাদ

এবার ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি

এবার ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি সংগৃহীত ছবি


এবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পাঁচটি বাস আটকে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর আড়াইটা থেকে চারুকলা অনুষদের সামনের সড়কে বাসগুলো আটকে রাখা হয়।

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার কারওয়ান বাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির পাশাপাশি আজেবাজে কথা বলে হুমকি দেয় ট্রাস্ট পরিবহনের এক বাসের হেলপার। এর প্রতিবাদে ও দোষীদের শাস্তি দাবিতে ওই পরিবহনের পাঁচটি বাস ক্যাম্পাসে আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের অভিযোগ শুনে শাহবাগ থানাকে জানানো হয়েছে। তারাও বিষয়টি দেখছেন। থানার ওসি আবুল হাসান বলেন, শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রেখেছেন। তবে কে যৌন হয়রানি করেছে জানা যায়নি। বিস্তারিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২১ এপ্রিল বাড্ডার নর্দ্দা এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে উত্তরা ইউনিভার্সিটির একজন ছাত্রী যৌন হয়রানির শিকার হন। প্রতিবাদে শিক্ষার্থীরা তুরাগ পরিবহনের অর্ধশতাধিক বাস আটকে রাখেন। পুলিশ ওই বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেফতার করলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১