বাংলাদেশের খবর

আপডেট : ২১ মে ২০১৮

অডিট ও বিএসটিআই কার্যালয় আকস্মিক পরিদর্শনে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংরক্ষিত ছবি


সেবার মানোন্নয়ন এবং ঘুষ-দুর্নীতি বন্ধে অডিট অফিস এবং বিএসটিআই কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার মহাপরিচালক (প্রশাসন) মুনির চৌধুরীর তত্ত্বাবধানে পৃথক টিম এ পরিদর্শন সম্পন্ন করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্যদ্রব্য ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অনুকূলে লাইসেন্স দেয় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটিকে ঘিরে রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। বিষয়টি মাথায় রেখে দুদক টিম গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পরিদর্শনে যায়। খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অনুকূলে লাইসেন্সিং ব্যবস্থায় দুর্নীতি রোধ এবং নির্দেশিত মানের খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই বিএসটিআই পরিদর্শনে যায় দুদক টিম।

অপরদিকে, ঘুষ বন্ধ, ‘বকশিস’ ছাড়াই যথাসময়ে বিল পাস নিশ্চিত করতে গতকাল রোববার অডিট অফিস পরিদর্শন করে দুদক টিম। এ সম্পর্কে দুদক এনফোর্সমেন্ট অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী বলেন, কিছু সরকারি অফিস-আদালতে ঈদের আগে ঘুষের প্রবণতা বেড়ে যায়। এ অনাচার বন্ধ করতে অফিসগুলোকে নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজনে ফাঁদ মামলার মাধ্যমে ঘুষ আদান-প্রদান হাতেনাতে ধরা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১