বাংলাদেশের খবর

আপডেট : ২১ মে ২০১৮

বৃহস্পতির চাঁদে পানির ফোয়ারা

বৃহস্পতির চাঁদে পানির ফোয়ারা ছবি : ইন্টারনেট


সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এর অসংখ্য উপগ্রহের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউরোপা। কিছু দিন ধরেই বিজ্ঞানীরা দাবি করে আসছিলেন সেখানে প্রাণের সন্ধান মিলতে পারে। কারণ উপগ্রহটি বরফের চাদরে ঢাকা রয়েছে আর তার নিচেই আছে পানি। আর পানি যেখানে আছে, সেখানে প্রাণের অস্তিত্ব থাকা খুবই স্বাভাবিক।

এত দিন আমাদের জানা ছিল, ইউরোপার পৃষ্ঠদেশের তাপমাত্রা ঠিক শূন্য। এর কেন্দ্রে অনেক তাপশক্তি সঞ্চিত রয়েছে। তবে এর তাপমাত্রা এখন পানিকে বাষ্প করার জন্য যথেষ্ট নয়।

পুরনো পর্যবেক্ষণ তথ্য আবার যাচাই করে মহাকাশ গবেষকরা বলছেন, ইউরোপার অভ্যন্তরে থাকা পানি শক্তিশালী ফোয়ারার মতো বাষ্পাকারে ছড়িয়ে পড়ছে মহাশূন্যে।

গত ১৫ মে সায়েন্স ডেইলিতে প্রকাশিত এক নিবন্ধে জানানো হয়েছে ইউরোপার তরল পানির এই রহস্য সম্পর্কে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১