বাংলাদেশের খবর

আপডেট : ২১ মে ২০১৮

ফোন কিনতে ৭৫ হাজার টাকা পাবেন মন্ত্রী-সচিবরা

মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি : পিআইডি


মোবাইল ফোন সেট কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবেরা। এত দিন ১৫ হাজার টাকা করে পেতেন তারা। এছাড়া ফোন ব্যবহারের কোনো নির্ধারিত সীমা থাকছে না। যা খরচ হবে সরকার থেকে দেওয়া হবে টাকা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, মোবাইল ফোনের সকল বিল সরকার বহন করবে। এ ছাড়া যুগ্ম সচিবরা মোবাইল বিল বাবদ এক হাজার ৫০০ টাকা পাবেন। সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮ অনুমোদন দেওয়া হয়।

শফিউল আলম আরো বলেন, ২০০৪ সালে এ নীতিমালা প্রথম করা হয়েছিলো। ওই সময় তারা পেতেন ১৫ হাজার টাকা করে। বর্তমানে এ নীতিমালার আওতায় সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য এই আইনটি ১৯৭৭ সালে অধ্যাদেশ আকারে করা হয়েছিল। মূলত, সেই অধ্যাদেশটিকেই আইন আকারে করার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১