বাংলাদেশের খবর

আপডেট : ২২ মে ২০১৮

২৫ মিলিমিটার বৃষ্টিতেই নগরীতে হাঁটুপানি

অল্পবৃষ্টিতেই জলাবদ্ধতার তৈরি হয় রাজধনীতে সংগৃহীত ছবি


আবহাওয়া অফিসের রেকর্ডে গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৫ মিলিমিটার। আর এ বৃষ্টিতে পরপর দুই দিন হাঁটুপানিতে ডুবেছে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে, আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে এ ধরনের বর্ষণ। এতে বড় ধরনের জলাবদ্ধতার মুখে পড়ার আশঙ্কায় রয়েছে নগরবাসী।

সরেজমিন দেখা গেছে, নগরীর মুরাদপুর, বাদুড়তলা, ষোলশহর, বাকলিয়া, আগ্রাবাদ, হালিশহর, প্রবর্তক মোড়, চকবাজারসহ বিভিন্ন এলাকায় গত দুই দিনই জমেছে হাঁটুপানি। টানা বর্ষণ না থাকায় দেড় থেকে দুই ঘণ্টা পর পানিবন্দি অবস্থা থেকে মুক্তি মেলে এসব এলাকার লোকজনের। এমনকি নগরীর উঁচু এলাকা হিসেবে পরিচিত জামাল খান রোডেও এবার পানি জমতে দেখা গেছে।

ষোলশহর দুই নম্বর গেট এলাকার বাসিন্দা আবদুল মান্নান বাংলাদেশের খবরকে বলেন, মাত্র আধা ঘণ্টার বর্ষণে রাস্তার ওপর একহাঁটু পানি জমেছে। পানি আটকে সৃষ্টি হয়েছে যানজট। যে কারণে দুই নম্বর গেট ও আশপাশের এলাকার মানুষকে বেশ ভোগান্তিতে পড়তে হয়। আগ্রাবাদ শান্তিবাগ এলাকার বাসিন্দা ইয়াছিন জানান, আগ্রাবাদ সিডিএসহ আশপাশের এলাকা প্রায়ই জোয়ারের পানিতে ডোবে। তার ওপর ভারি বর্ষণ হলে পুরো এলাকা অচল হয়ে পড়ে। গত রবি ও সোমবার অল্প বৃষ্টিতেই আগ্রাবাদ একসেস রোড হাঁটুপানির নিচে চলে যায় বলে জানান তিনি।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে, মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। অতীতের মতো কয়েক দিনের টানা বর্ষণ হলে এবারো নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১