বাংলাদেশের খবর

আপডেট : ২২ মে ২০১৮

বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা

বার্জার পেইন্টসের লোগো ছবি সংরক্ষিত


বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০০ শতাংশ নগদ ও ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ।

৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়বেসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এ সময় কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ টাকা ১০ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮৪ টাকা ১১ পয়সা।

৩১ মার্চ ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এছাড়াও বার্জার পেইন্টসের পরিচালনা পর্ষদ কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা করবে।

আগামী ১৭ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) এর আয়োজন করেছে কোম্পানিটি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১১ জুন ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১