বাংলাদেশের খবর

আপডেট : ২২ মে ২০১৮

‘গোল্ডেন সু’ মেসির

গোল্ডেন সু হাতে মেসি ইন্টারনেট


লিওনেল মেসির সঙ্গে পারলেন না মুহম্মদ সালাহ। ইউরোপে সব লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন সু ঠিকই জিতে নিলেন বার্সেলোনার তারকা মেসি। এক মাস আগেও গোল্ডেন সু’র দৌড়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে বেশ লড়াই গড়েছিলেন সালাহ। কিন্তু শেষ দিকের পর প্রিমিয়ার লিগে মাত্র ৪টি গোল করেছেন লিভারপুল ফরোয়ার্ড সালাহ। অন্যদিকে এই সময় মেসি তাকে জবাব দিয়েছেন লা লিগায় ৮টি গোল করে।

ঘরোয়া লিগে ৩৪টি গোল করেছেন মেসি, নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাহর চেয়ে দুটি বেশি। টটেনহ্যামের হ্যারি কেন ৩০ গোল করে তৃতীয় হয়েছেন। লাজিওর চিরো ইমোবিল, ইন্টার মিলানের মাউরো ইকার্দি ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি ২৯টি করে গোল দিয়ে যু্গ্মভাবে রয়েছেন চার নম্বরে।

চারবার গোল্ডেন সু হাতে নেওয়া রোনালদো এবার ২৬টি গোল করে ৮ নম্বরে। পিএসজির স্ট্রাইকার এডিনসন কাভানি ২৮টি গোল করে ৭ নম্বরে আছেন। ২৫ গোল করে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ রয়েছেন দশম স্থানে।

এ নিয়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন সু হাতে পেলেন গত মৌসুমে ৩৭ গোল করা মেসি। ২০০৯-১০ মৌসুমেও ৩৪ গোল করে প্রথমবার এই অ্যাওয়ার্ড জেতেন তিনি। এরপর লিগে ৫০ ও ৪৬ গোল করে ২০১২ ও ২০১৩ সালে গোল্ডেন সু হাতে নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১