বাংলাদেশের খবর

আপডেট : ২৩ মে ২০১৮

চুনোপুঁটি নয়, মাদক সম্রাটদের ধরুন : মোশাররফ

ড. খন্দকার মোশাররফ হোসেন সংরক্ষিত ছবি


প্রচলিত আইনের সাহায্যে মাদক নির্মূলের পরামর্শ দিয়ে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মাদক নির্মূলের নামে হঠাৎ বিচারবহির্ভূত হত্যা (ক্রসফায়ার) শুরু হয়েছে। চুনোপুঁটিদের না মেরে মাদক সম্রাটদের তালিকা করে তাদের ধরে বিচারের মুখোমুখি করুন।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, মাদক সম্রাটরা সবাই আওয়ামী লীগের বড় বড় নেতা। সরকারের এমপি। দেশের মানুষ তাদের চেনে মাদক সম্রাট হিসেবে। তাদের ধরার পরিবর্তে ফুলের মালা পরানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের আদর্শই আমাদের অনুপ্রেরণার উৎস’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেশের মানুষ নিরাপদে নেই অভিযোগ করে মোশাররফ বলেন, কথায় কথায় ক্রসফায়ার দেওয়া হচ্ছে। গুম, খুন চলছে। হঠাৎ বিচারবহির্ভূত হত্যা শুরু হয়েছে মাদকের নামে। এর মাধ্যমে বিরোধীদের দমনের সুদূরপ্রসারী লক্ষ্য বাস্তবায়ন করতে চায় সরকার। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দিয়ে মাদক নির্মূল হবে না। দেশে আইন আছে, আইনের অধীনে বিচার করা য়ায়। তিনি বলেন, এ দেশে কোনো ইয়াবা তৈরি হয় না। বাইরে থেকে আসে। সরকার আন্তরিক হলে সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশ করত না। এর সঙ্গে মূলত সরকারের এমপিরা জড়িত। আগে তাদের ধরুন। সরকার তাদের ধরবে না দাবি করে মোশাররফ বলেন, এর লক্ষ্য আসলে আগামী নির্বাচন সামনে রেখে বিরোধীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা। বিএনপি, খালেদা জিয়া ও জনগণকে বাইরে রেখে নির্বাচন করাই সরকারের টার্গেট- এমন অভিযোগ করে তিনি বলেন, কিন্তু সরকারের এ লক্ষ্য বাস্তবায়ন করা যাবে না। জনগণ তা মানবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১