বাংলাদেশের খবর

আপডেট : ২৩ মে ২০১৮

দুই মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি ফের বৃহস্পতিবার

দুই মামলায় বিএনপি চেয়ারারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি ছবি সংরক্ষিত


‘মিথ্যা তথ্য দিয়ে’ ১৫ আগস্ট জন্মদিন পালন ও জাতীয় পতাকার মানহানি করা অভিযোগে করা পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারারসন খালেদা জিয়ার জামিন  আবেদনের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে জন্য হাই কোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে ওই দুই মামলার জামিনের ওপর শুনানি দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মুলতবির আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল, আতিকুর রহমান, এহসানুর রহমান ও ফাইয়াজ জিবরান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত রোববার কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।কিন্তু কার্যতালিকায় কুমিল্লার হত্যা মামলা ও নড়াইলের মামলাটি আনা হয়। সোমবার শুনানি করতে চাইলে অ্যাটর্নি জেনারেল প্রস্তুতির জন্য সময় চান।  এরপর আদালত কুমিল্লার দুই মামলার শুনানির জন্য মঙ্গলবার দুপুর আড়াইটার সময় নির্ধারণ করেন। নির্ধারিত দিনে শুনানি শেষ না হওয়ায় ফের বুধবার আবারও শুনানির দিন ধার্য করেন আদালত।

উল্লেখ, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।  এরপর থেকেই  তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।  ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট।  গত  ১৭ মে তা বহাল রাখে আপিল বিভাগ।

খালেদার আইনজীবীরা বলছেন, কুমিল্লা, নড়াইল ও ঢাকায় থাকা মামলায় জামিন নেওয়ার পরই তিনি জামিনে মুক্তি পাবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১