বাংলাদেশের খবর

আপডেট : ২৩ মে ২০১৮

অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংরক্ষিত ছবি


বিএনপি মাদকবিরোধী অভিযান চায়, তবে সেটা ক্রসফয়ার নয়। অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে ক্রসফায়ার নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় দেশে এক প্রকারের যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, মাদকবিরোধী অভিযানের নামে ক্রসফায়ার দিতে হবে এমনটি নয়। আমরা আগেও বলেছি তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু যেসব যুক্তি দাঁড় করানো হচ্ছে সেগুলো কোনো সভ্য গণতান্ত্রিক দেশে আশা করা যায় না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান দানবীয় সরকার-নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে ফেলাসহ সব কিছু তছনছ করে ফেলেছে। এটি প্রতিহত করতে জাতীয় ঐক্যের প্রয়োজন।

বিএনপি মহাসচিব বলেন, সাজানো মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয় সংসদ নির্বাচন করার ষড়যন্ত্র করছে। তাকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। সরকার তাকে জামিন দিতে গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১