বাংলাদেশের খবর

আপডেট : ২৪ মে ২০১৮

শুটিংয়ের আড়ালে ইয়াবা পাচার, আটক ১০

শুটিং টিমের ৮ শিল্পী ও কলাকুশলীকে ইয়াবাসহ আটক করেছে র্যাব সংগৃহীত ছবি


কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে মিউজিক ভিডিও করতে আসা ‘সরকার প্রোডাকশন হাউজ’র দশ সদস্যকে ইয়াবাসহ আটক করেছে র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা এক লাখ ৮ হাজার ইয়াবাসহ তাদের আটক করে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরের কলাতলীর সার্ফিং চত্বর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন রাজশাহীর মাদকচক্রের প্রধান হিসেবে পরিচিত আসলাম সরকার (৪০), ড্রাইভার মাসুদ রানা (৩২) ও শুটিং টিমের ৮ শিল্পী ও কলাকুশলী। এ সময় তাদের ব্যবহূত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

র্যাব-৭-এর কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, রাজশাহীর ‘সরকার প্রোডাকশন হাউজ’ নামের এক শুটিং হাউজ ইয়াবা পাচার করছে— এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল কলাতলীর সার্ফিং চত্বর এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৮ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

কর্মকর্তারা জানান, আসলাম সরকার রাজশাহীর মাদকচক্রের প্রধান। তিনি নানা বেশ ধারণ করে কক্সবাজার থেকে ইয়াবা পরিবহন করতেন। এবার তিনি মিউজিক ভিডিওর শুটিংয়ের নামে ইয়াবা নিতে আসেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১