বাংলাদেশের খবর

আপডেট : ২৪ মে ২০১৮

সিরিয়ায় সেনা চৌকিতে আইএসের হামলায় নিহত ৩০

আইএস জঙ্গিদের হামলায় সেনাবাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন আলজাজিরা


সিরিয়ার পূর্বাঞ্চলীয় পালমিরায় সামরিক বাহিনীর একটি চৌকিতে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের অতর্কিত হামলায় সেনাবাহিনী ও ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন। খবর আলজাজিরা।

গত মঙ্গলবার ভোরে প্রাচীন রোমান শহর পালমিরার দক্ষিণ-পূর্বে একটি বাঁধের কাছে আত্মঘাতী বোমারু ও সাঁজোয়া যান ব্যবহার করে হামলাটি চালায় আইএস। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ১৭ জন বিদেশি, যাদের মধ্যে ইরানিরাও রয়েছেন।

এর আগের দিন (সোমবার) রাজধানী দামেস্ক থেকে আইএসের শেষ ছিটমহল থেকে জঙ্গিদের তাড়িয়ে দিয়েছিল সরকারি বাহিনী। এ ছাড়া ছিটমহলটিতে কয়েক সপ্তাহ ধরে টানা বোমাবর্ষণ করেছিল সরকারি বাহিনী। সিরিয়ায় সাত বছরের গৃহযুদ্ধে আইএস এ পর্যন্ত দুইবার ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট পালমিরা দখল করে অনেক প্রাচীন নিদর্শন ধ্বংস করেছে।

সরকারবিরোধী আন্দোলনকারীরা জানান, ওই এলাকার ভূমিরূপের কারণে সেনাবাহিনীর পক্ষে সুরক্ষিত থাকা বেশ কঠিন। এর সুযোগ নিয়ে জঙ্গিরা হিট-অ্যান্ড-রান আক্রমণ করে যাচ্ছে। সৈন্যদের অস্ত্র ও রসদ কেড়ে নিতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তারা। সরকারপন্থি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিহত অথবা আহত এমন ১৬ কর্মকর্তা ও সৈন্যের একটি তালিকা দিয়েছে। নিহত অন্যদের নামগুলো যাচাই করে দেখছে এতে বলা হয়।

উল্লেখ্য, গত বছর ইউফ্রেতিস নদীর উপত্যকার বেশিরভাগ অঞ্চল থেকে আইএসকে তাড়িয়ে দেওয়া হয়। এক সময় সিরিয়ার বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করা জঙ্গিগোষ্ঠী বর্তমানে পূর্বাঞ্চলীয় দুটি অবরুদ্ধ মরুভূমির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ২০১৪ সালে গোষ্ঠীটি প্রতিবেশী ইরাকের এক-তৃতীয়াংশ দখল করে নিয়েছিল। তবে গত বছর সেখানে তারা বড় ধরনের পরাজয়ের শিকার হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১