বাংলাদেশের খবর

আপডেট : ২৪ মে ২০১৮

অবসরে ক্লান্ত ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স ইন্টারনেট


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার চৌকস ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ভারতের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরুর হয়ে এবারের মৌসুম শেষ করার পর আচমকাই তিনি এই সিদ্ধান্ত নিলেন।

৩৪ বছর বয়সী ভিলিয়ার্স গতকাল বুধবার এই ঘোষণাকালে বলেন, ‘টানা খেলে আমি ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আমি দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছি। এখন সময় নতুনদের সুযোগ করে দেওয়ার। আমার পক্ষে যতটুকু করা দরকার, আমি চেষ্টা করেছি তা করতে। সততার সঙ্গেই বলছি, আমি ক্লান্ত।’

ভিলিয়ার্স আরো বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য ছিল খুব কঠিন। আমি অনেক ভেবেছি, অনেক চিন্তা করেছি, তারপর এই সিদ্ধান্ত নিতে পেরেছি। যদিও আমার খেলা ভালোই হচ্ছিল। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা চমৎকার খেলে সিরিজ জিতেছি। তাই ভেবেছি, অবসর নেওয়ার এটাই সঠিক সময়।’

তিনি বলেন, ‘আমি দলের কোচ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের কাছ থেকে সব সময় সাপোর্ট পেয়েছি। তাছাড়া আমার খেলোয়াড়ি জীবনে দলের খেলোয়াড়দের কাছ থেকেও সমর্থন লাভ করেছি পুরোপুরিভাবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১