বাংলাদেশের খবর

আপডেট : ২৫ মে ২০১৮

বিশ্ব থাইরয়েড দিবস আজ

বিশ্ব থাইরয়েড দিবস আজ সংরক্ষিত ছবি


আজ শুক্রবার, ২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস। অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হবে।

চিকিৎসকদের মতে, থাইরয়েড হরমোনজনিত সমস্যা। ঘাড়ের কাছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরিত হরমোন শরীরের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ ও শরীরের প্রতিটি কোষকে প্রভাবিত করে। হরমোন শরীরের শক্তি, পুষ্টি ও অক্সিজেন উৎপাদন করতে সহায়তা করে।

এর ব্যতিক্রম হলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। থাইরয়েড সমস্যা হলে হূদস্পন্দন কমে যায়, ঠান্ডায় স্পর্শকাতরতা বাড়ে, হাতে অবশ অবশ অনুভূত হয়ে ঘাড়ের পরিবর্ধন শুরু হয়। গ্রন্থি থেকে সাধারণত দুই ধরনের সমস্যা দেখা যায়। গঠনগত ও কার্যগত।

গঠনগত সমস্যায় থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, যেটাকে গয়টার বলা হয়। কার্যগত সমস্যা দুই রকমের হয়- হাইপারথাই রয়ডিজম ও হাইপোথাই-রয়ডিজম। থাইরয়ডাইটিসে রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায়। ইনফেকশন হলে তাৎক্ষণিক থাইরয়েড গ্ল্যান্ড ভেঙে হরমোন বের হতে শুরু করে। ফলে রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা বাড়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১