বাংলাদেশের খবর

আপডেট : ২৭ মে ২০১৮

কাশ্মিরে সেনা অভিযানে নিহত ৫


ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে পাঁচ স্বাধীনতাকামী নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, গতকাল শনিবার সীমান্তবর্তী রেখা লাইন অব কন্ট্রোল (এলওসি) অতিক্রম করে তাংডার সীমান্তে ঢুকে পড়ায় তাদের লক্ষ করে গুলি ছোড়া হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের সেনাপ্রধান জে. বিপিন রাওয়াত সীমান্তে শান্তি বজায় রাখতে পাকিস্তানকে অনুপ্রবেশ বন্ধ করতে হুশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটল। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়ার জানান, শনিবার সকালে তাংডার সীমান্ত অতিক্রম করে চারজন (এএনআই বলছে পাঁচজন) স্বাধীনতাকামী ভারত সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। অভিযান চলছে বলেও জানান তিনি।

গত কয়েক মাস ধরে কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেশ কয়েকজন নিহতের ঘটনায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। রমজানের শুরুতে সেখানে সব ধরনের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিলেও শনিবার সেখানে আবারো অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ১২০ কিলোমিটার দূরের উত্তরাঞ্চলীয় সীমান্ত তাংডার এলাকায় এই অভিযান চালানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১