বাংলাদেশের খবর

আপডেট : ২৭ মে ২০১৮

জেএসসি-জেডিসি পরীক্ষা

বিষয় ও নম্বর কমানোর সিদ্ধান্ত ৩১ মে

শিক্ষার্থীদের উপর থেকে চাপ কমাতে বিষয় ও নম্বর কমনোর পক্ষে সিদ্ধান্ত আসতে পারে সংরক্ষিত ছবি


জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার নম্বর ও বিষয় কমানো হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আগামী ৩১ মে।

রোববার সচিবালয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভা শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।

শিক্ষার্থীদের উপর থেকে চাপ কমাতে জেএসসি-জেডিসির বিষয় ও নম্বর কমনোর পক্ষে সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন সচিব।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের উপর বেশি চাপ পড়ছে বলে আমরা চাপ কমানোর উদ্যোগ নিয়েছি। আপাতত কিছু বিষয় কমানো যায় কি না… কমালে এ বছর থেকেই বাস্তবায়ন করব।’

জেএসসি-জেডিসিতে বর্তমান সিলেবাসে চতুর্থ বিষয়সহ ১০টি বিষয়ে ৮৫০ নম্বরের পরীক্ষা দিতে হয়। তবে সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা নিতে সম্প্রতি শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক সভায় সরকারের কাছে প্রস্তাব করা হয়।

জেএসসি সমাপনীতে এমসিকিউ বাতিলের বিষয়ে সচিব বলেন, ‘আমি সব সময় এমসিকিউ-এর বিপক্ষে। এমসিকিউ অত্যন্ত উন্নতমানের একটা পদ্ধতি। কিন্তু আমরা সেই পর্যায়ে এখনও পৌঁছাইনি। এমসিকিউ-এর জন্য মরিয়া হয়ে মানুষ অনেক কিছু করছেন’।
তিনি আরো বলেন,‘যে পরীক্ষা কাউকে সঠিক মূল্যায়ন করতে সহযোগিতা করে না বা সঠিক মূল্যায়ন করে না, সে পরীক্ষা থাকার কোনো যুক্তি নেই বলে আমি মনে করি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১