বাংলাদেশের খবর

আপডেট : ২৮ মে ২০১৮

মাদকবিরোধী যুদ্ধকে সাধুবাদ

মাদকবিরোধী যুদ্ধকে সাধুবাদ প্রতীকী ছবি


সরকারঘোষিত মাদকবিরোধী যুদ্ধকে সাধুবাদ জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ সচিবালয়ে গতকাল রোববার কমিটির ৩৮তম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সাংবাদিকদের বলেন, সরকার মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সংসদীয় কমিটি এই নীতিকে সাধুবাদ জানায়। এ দেশের মানুষ যাতে মাদকদ্রব্য ও সন্ত্রাসের মতো কাজে জড়াতে না পারে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশও করেছে কমিটি।

গত ১৪ মে শুরু হওয়া এই যুদ্ধে গতকাল পর্যন্ত প্রায় ১০০ জন কথিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৈঠকে জানানো হয়, ২০১৭-১৮ অর্থবছরে মাদকের অপব্যবহার রোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ডে ভূমিকা রাখতে প্রতিটি জেলায় দুটি, উপজেলায় দুটি, প্রধান কার্যালয়ে দুটিসহ মোট ১ হাজার ১২০টি জনসচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ক্রীড়া অধিদফতরের প্রধান কার্যালয়ে দুটি কর্মশালা হয়েছে। এ সময় কমিটির পক্ষ থেকে মাদক প্রতিরোধে যুব সমাবেশ, র্যালি, মানববন্ধন ও অন্যান্য জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের পরামর্শ দেওয়া হয়।

জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বৈঠকে আরো অংশ নেন কমিটির সদস্য এএম নাইমুর রহমান, নুরুল ইসলাম তালুকদার ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্রীড়াক্ষেত্রে নারীদের সাফল্য, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়। তাদের জন্য আন্তর্জাতিক মানের কোচ, ফিজিও রাখাসহ উন্নত পুষ্টিব্যবস্থা ও জিমনেশিয়াম ব্যবহারের প্রতি নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়। এ ছাড়া নারী খেলোয়াড়দের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে স্থায়ী চাকরির ব্যবস্থা করতে মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়।

বৈঠকে নারী খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ বাড়াতে বিদেশি প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে তাদের ক্যাম্পিংয়ের সময় বাড়ানো এবং তাদের সঙ্গে অবশ্যই নারী কর্মকর্তাদের রাখার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের জন্য স্থানীয় খেলার মাঠে নির্দিষ্ট সময় বরাদ্দ রাখার সুপারিশ করা হয় বৈঠকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১