বাংলাদেশের খবর

আপডেট : ২৯ মে ২০১৮

বাতিল হচ্ছে নাজিব সরকারের মেগা প্রকল্পগুলো

নাজিব রাজাক ইন্টারনেট


মালয়েশিয়ার সাবেক সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মাহাথির সরকার। এ ক্ষেত্রে প্রথমেই কুয়ালালামপুর-সিঙ্গাপুর হাইস্পিড রেল (এইচএসআর) প্রকল্প এবং ইস্ট কোস্ট রেল লিংক (ইসিআরএল) প্রকল্প দুটি বাতিল করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। খবর চ্যানেল নিউজ এশিয়া।

নাজিব রাজাকের আমলে গ্রহণ করা এ ধরনের প্রকল্পগুলো বাতিল করলে কী কী সুবিধা হতে পারে তা খতিয়ে দেখছে বর্তমান সরকার। ইতোমধ্যে আগের সরকারের নেওয়া সবগুলো বৃহৎ প্রকল্প পুনর্মূল্যায়ন শুরু হয়েছে। মালয়েশিয়ার অর্থমন্ত্রী আজমিন আলী গত রোববার বলেন, এইচএসআর প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে চুক্তিসহ নানান বিষয় নিয়ে চিন্তা-ভাবনা হচ্ছে। সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা করেই প্রকল্প পুনর্মূল্যায়ন করা হবে।

অর্থমন্ত্রী বলেন, মাত্র ৩৫০ কিলোমিটার দূরত্বের জন্য এইচএসআরের মতো মেগা প্রজেক্টের আদৌ দরকার আছে কি না সেটা দেখতে হবে। এ ছাড়া সিঙ্গাপুর-মালয়েশিয়ার মধ্যে বিকল্প যোগাযোগ ব্যবস্থার বিষয়টিও ভাবা হচ্ছে। ৬০ বিলিয়ন রিঙ্গিতের হাইস্পিড রেল প্রকল্পটি সাবেক সরকারের আমলে নেওয়া হয়েছিল। ৫৫ বিলিয়ন রিঙ্গিতের অন্য আরেক মেগা প্রকল্প ইসিআরএল নিয়েও যাচাই-বাছাই হচ্ছে।

নির্বাচনের জয়ের পরে দেশটির অর্থনীতি পুনর্গঠন ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন বলে ঘোষণা দেন নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তারই অংশ হিসেবে এ সিদ্ধান্তগুলো নেওয়া শুরু করেছে সরকার। ইতোমধ্যে নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে  নাজিব ও তার স্ত্রীর দেশত্যাগের ওপর।

আজমিন বলেন, আগামী সেপ্টেম্বরে মধ্যমেয়াদি অর্থনৈতিক পর্যালোচনা আলোচনার টেবিলে তোলা হবে। এ ছাড়া জোটের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত নতুন অর্থনৈতিক নির্দেশনাও চালু হবে। ইতোমধ্যে অর্থনৈতিক পরিকল্পনা ইউনিট কাজ শুরু করে দিয়েছে। নাজিব রাজাকের সিরিজ অর্থ কেলেঙ্কারির কারণে গত ৯ মে সাধারণ নির্বাচনে হেরে যায় রাজনৈতিক মোর্চা বারিসান নাশিওনাল। যদিও এই মোর্চার হয়েই আধুনিক ‍মালয়েশিয়ার জনক হয়েছেন মাহাথির মোহাম্মদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১