বাংলাদেশের খবর

আপডেট : ০১ জুন ২০১৮

ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের জন্য আসুসের মাদারবোর্ড

আসুজের ক্রিপ্টোকারেন্সি মাইনিং মাদারবোর্ড সংরক্ষিত ছবি


ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের জন্য তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস গত বছর একটি মাদারবোর্ড বাজারে আনার ঘোষণা দিয়েছিল। বি২৫০ মডেলের এ মাদারবোর্ডটিতে একসঙ্গে ১৯টি পর্যন্ত গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যাবে বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

এবার আরো একটি ক্রিপ্টোকারেন্সি মাইনিং মাদারবোর্ড বাজারে আনার কথা জানিয়েছে আসুস। এইচ৩৭০ নামের এ মাদারবোর্ডটি একসঙ্গে ২০টি পর্যন্ত গ্রাফিক্স কার্ড সমর্থন করবে।

আসুস জানিয়েছে, এ বছরের কমপিউটেক্স শোতে মাদারবোর্ডটি প্রদর্শন করা হবে। সেখানে সম্পূর্ণ ক্রিপ্টোকারেন্সি মাইনিং রিগ দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। এতে যুক্ত থাকবে ১২টি রাডেওন আরএক্স৪৭০ ও ৮টি এনভিডিয়া পি১০৪ গ্রাফিক্স কার্ড।

এ বছরের শেষের দিকে মাদারবোর্ডটি বাজারে আসতে পারে। তবে এর দাম কত হবে, সে বিষয়ে কিছু জানায়নি আসুস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১