বাংলাদেশের খবর

আপডেট : ০৩ জুন ২০১৮

আগস্টেই আসছে গ্যালাক্সি নোট ৯

ফোনটিতে থাকতে পারে আগেরটির তুলনায় আরো উন্নত ক্যামেরা ইন্টারনেট


স্যামসাংয়ের নোট সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট ৯ উন্মুক্ত করা হতে পারে আগামী ৯ আগস্ট। সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগস্টের শেষ নাগাদ স্মার্টফোনটি বাজারে আনা হতে পারে।

ব্লুমবার্গ জানিয়েছে, নতুন স্মার্টফোনটিতে থাকতে পারে আগেরটির তুলনায় আরো উন্নত ক্যামেরা। এ ছাড়া এর আগে গ্যালাক্সি এস৯-এ যুক্ত হওয়া ডুয়েল অ্যাপার্চার ফিচারও যুক্ত করা হতে পারে স্মার্টফোনটিতে। ফোনটিতে থাকতে পারে কোয়ালকমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮৪৫।

তবে ব্লুমবার্গের প্রতিবেদনে এও বলা হয়েছে যে কোনো কারণে স্যামসাং এ তারিখ পরিবর্তন করতে পারে। তবে নোট সিরিজের স্মার্টফোন উন্মুক্ত করার জন্য আগের বছরগুলোয় আগস্ট মাসকেই বেছে নিয়েছিল স্যামসাং। আর তাই এবারো এর ব্যতিক্রম হবে না বলে মনে করছে ব্লুমবার্গ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১