বাংলাদেশের খবর

আপডেট : ০৩ জুন ২০১৮

ঢাকায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭০

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ছবি সংরক্ষিত


রাজধানী ঢাকার  বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত।  অভিযানে ৫ হাজার ৯৪৭ পিস ইয়াবা, ৮০৭ পুরিয়া হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, মদ ও ইনজেকশন জব্দ করা হয়েছে।

রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৯৪৭ পিস ইয়াবা, ৮০৭ পুরিয়া হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, মদ ও ইনজেকশন পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে বলেও জানান ডিএমপি উপ কমিশনার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১