বাংলাদেশের খবর

আপডেট : ০৩ জুন ২০১৮

মূল্য সংবেদনশীল তথ্য নেই শ্যামপুর সুগারের

শ্যামপুর সুগারের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল তথ্য নেই ছবি সংরক্ষিত


খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলসের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে ।

আজ রোববার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি শ্যামপুর সুগার মিলসের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ২৮ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৬ টাকা ১০ পয়সা। আর গতকাল কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৪৪ টাকা ৫০ পয়সা। এ হিসেবে পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ টাকা ১০ পয়সা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১