বাংলাদেশের খবর

আপডেট : ০৪ জুন ২০১৮

চাঁদাবাজির মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা রনি

সদ্য বহিষ্কৃত নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সংরক্ষিত ছবি


চট্টগ্রাম বেসরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধোর ও লাঞ্চিত করার ঘটনায় দায়ের করা চাঁদাবাজি মামলায় নগর ছাত্রলীগের সদ্য অব্যাহতি দেয়া সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার সকালে চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গণির আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

রনির আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, উচ্চ আদালত থেকে রনি এক মাসের জামিন নিয়েছিল। আইন অনুসারে ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করতে হয়। আজ জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

নগরীর চকবাজারের চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খানকে মারধোর ও লাঞ্চিত করার ঘটনায় সদ্য বহিষ্কৃত নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ৭ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো চকবাজার থানায়।

কলেজটির অধ্যক্ষ ড.জাহেদ খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন যার মামলা নং ৩ (৪)১৮)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১